স্টাফ রিপোর্টার
কৃষকদের তে-ভাগা আন্দোলনের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের বিংশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে নড়াইলের সীমান্তবর্তী যশোরের বাঁকড়ীতে অমল সেনের সমাধিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল পুস্পস্তবক অর্পণ করেন। পরে কৃষক সমাবেশ, আলোচনা সভা এবং অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে কমরেড অমল সেনের সমাধি চত্তরে সরলা সিং মঞ্চে অমল সেনের জীবন ও কর্মের ওপর ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’ ১১খান নড়াইল-যশোর কমিটির সভাপতি কৃষ্ণপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান াতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাবেক এমপি শেখ হাফিজুর রহমান, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ জাসদ নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু প্রমুখ। এর আগে বেলা ১১টায় বাকড়ি অমল সেন স্মৃতিস্তম্ভের পাশে ’অমল সেন স্বাস্থ্যকেন্দ্র’ এবং শেখহাটি-তুলারমপুর সড়কটি ’অমল সেন সড়ক’ হিসাবে নামকরণের ফলক উন্মোচন করা হয়। ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে মঙ্গল ও বুধবার দু’দিনব্যাপি মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কমরেড অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদরের আউড়িয়ার প্রখ্যাত রায় পরিবারে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন নড়াইলের আফরার জমিদার পরিবারেরর সন্তান। ২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।