নড়াইলে উদীচী অনুষ্ঠানে বোমা হামলার প্রতিবাদ নড়াইলে বিক্ষোভ সমাবেশ

0
6
নড়াইলে উদীচী অনুষ্ঠানে বোমা হামলার প্রতিবাদ নড়াইলে বিক্ষোভ সমাবেশ
নড়াইলে উদীচী অনুষ্ঠানে বোমা হামলার প্রতিবাদ নড়াইলে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার

নড়াইলের বড়দিয়ায় উদীচী শিল্পীর গোষ্ঠীর সাংস্কৃতিক উৎসবে পেট্রোল বোমা হামলার ঘটনার প্রতিবাদ ও দোষিদের গ্রেফতারের দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (২৩ মার্চ) নড়াইল প্রেসক্লাবের সামনে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উদীচী জেলা শাখার উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সিপিবি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট যুগ্ম সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম, সাংবাদিক সাথী তালুকদার প্রমুখ। বক্তারা অবিলম্বে এ ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।

জানা গেছে, শনিবার (১৮ মার্চ) উদীচী বড়দিয়া (নড়াইল) শাখা এ বছর দু’নিব্যাপি উৎসবের প্রথম দিনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবার পর দুবৃত্তরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঞ্চের পেছন দিক থেকে মঞ্চ লক্ষ্য করে একটি পেট্রাল বোমা নিক্ষেপ করলেও সেটি লক্ষভ্রষ্ট হয়ে মঞ্চের পেছনে পড়ে। পরে অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে পূনরায় বোমা ছুঁড়লে মঞ্চের সামনে আগুন ধরে যায়। এরপর রাত ২ টার দিকে আবার মঞ্চের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করলে মঞ্চের সামিয়ানা ও এবং ম্যাট পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেছেন, এ ঘটনায় কোনো মামলা না হলেও ঘটনাটি কোনো উগ্রপন্থি গ্রুপ বা উদীচীর অভ্যন্তরীণ কোনো সমস্যা কিনা তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।