স্টাফ রিপোর্টার
নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘আমি দূর্ণীতিকে ঘৃণা করি’। দুর্নীতিতে জিরো টলারেন্স নিতি অবলম্বন করবো। অন্যায়ের সাথে আপোস করবোনা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবের বক্তব্যে তিনি এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ যোবায়ের হোসেন চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সভাপতি অ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, কাজী হাফিজুর রহমান, গুলশান আরা, সাইফুল ইসলাম তুহিন, মুন্সি আসাদুর রহমান প্রমূখ। এ সময় সদ্য প্রয়াত নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাঈমুর রহমান ফিরোজের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
সভায় জেলা প্রশাসক, নড়াইলকে “স্মার্ট নড়াইল” গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকেও সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। গণমাধ্যমকর্মীরাও প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।