জামদিয়া ইউনিয়নে ৩৫০ দুস্থ নারীকে ইফতার সামগ্রী দিলেন ডা. নিকুঞ্জ বিহারী

0
11
জামদিয়া ইউনিয়নে ৩৫০ দুস্থ নারীকে ইফতার সামগ্রী দিলেন ডা. নিকুঞ্জ বিহারী
জামদিয়া ইউনিয়নে ৩৫০ দুস্থ নারীকে ইফতার সামগ্রী দিলেন ডা. নিকুঞ্জ বিহারী

বাঘারপাড়া প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। শুক্রবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩৫০জন অসহায় ও দুস্থ নারীদের মাঝে এ ইফতার ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারি গোলদারের সফর সঙ্গী হিসেবে ছিলেন জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের আবু বক্কর বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আবু তালেব বিশ্বাস, ইব্রাহিস বিশ্বাস, আজিবার খান, আবু বক্কর বিশ্বাস, ছাত্রলীগ কর্মী তাসমিয়া তুবার, জেবা সামিহা, রাইসা ইসলাম,সিনথিয়া পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দক্ষিণ বঙ্গের স্বনামধন্য চিকিৎসক ও যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার যশোর -৪ আির্বাচনী এলাকার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সপ্তাহে দু’দিন এ নির্বাচনী এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করে আসছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।