স্টাফ রিপোর্টার
২রা মে নড়াইল জজশীপ ও নড়াইল জেলা পরিষধের উদ্যোগে জজশীপের এলাকার মধ্যে নড়াইল বধ্যভূমিতে পোড়া বটগাছের গোড়া বাধাই ও স্মৃতি সৌধ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাকহানাদার বাহিনী মর্টার সেল বটগাছের উপরে নিক্ষেপ করে। তাতে গাছটি মারা গেলেও পার্শ্বের থেকে পুনরায় আবার গাছটি গজিয়ে আবার বড় হয়েছে। এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ আল মাচ হোসেন মৃধা এ কাজের উদ্বোধন করেন।
মঙ্গলবার বেলা আড়াইটায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ সচিব, নারী ও শিশু নির্যাতন দমন বিচারক প্রনয় কুমার দাস, চীফ জুডিসিয়াল বিচারক কবির উদ্দিন প্রামানিক, নড়াইল জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ মোঃ লুৎফর রহমান, সাবেক সিনিয়র জজ রেজাকরিম, জেলা লিগাল এইড সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ পশুপতি বিশ্বাস, ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্সেদা, জিপি অচিন চক্রবর্তী, পিপি এমদাদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তায়েব আলী আসাদ, অতিরিক্ত পিপি এডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, এডঃ ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারকবৃন্দ , আইনজীবীবৃন্দ প্রমুখ।