ষ্টাফ রিপোর্টার
নড়াইলে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষ্যে র্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের আয়োজনে অফিস কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম,জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুব্রত কুমারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।র্যালী শেষে সিভিল সার্জন কার্যালয় চত্বরে আমলকি,পেয়ারা ও কৃষ্ণচুড়া গাছের চারা রোপন করেন অতিথিরা।
স্বাস্থ্য অধিদপ্তরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে কেককাটা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: সাজেদা বেগম।উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এ,কে,এম সেলিম ভূঁইয়া,ডা: সুজল কুমার বকসি,পুলিশ পরিদর্শক নাজমুল হুদা,নার্সিং সুপারভাইজার মাধুরী দাস, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, গণপূর্ত বিভাগের উপ-সহকারি প্রকৌশলী অনুপ মন্ডল প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার সবার জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।স্বাস্থ্য সেবা গ্রামের মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে এই সরকারের আমলে প্রায় প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে।