স্টাফ রিপোর্টার
“অন্ধত্ব থেকে মুক্তি আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্য সামনে নিয়ে নড়াইলে দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বেলা ১১টায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রধান অতিথি হিসেবে চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন।দৃষ্টিকোন চক্ষু হাসপাতাল নড়াইল শাখার সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: নজরুল ইসলাম শাহিন, চক্ষু বিশেষজ্ঞ গ্লুকোমা ও ফ্যাকো সার্জন ডাঃ মো: শাহজাহান সিরাজ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু, সমাজ সেবক মিনতি বোস, মোঃ আজগর হাওলাদার প্রমুখ।
উদ্বোধন উপলক্ষ্যে জেলার প্রায় একশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম শাহিন স্বাগত বক্তব্যে বলেন,ব্যবসায়িক নয়, সেবার মনোভাব নিয়ে জেলা সদরে অলাভজনক এ চক্ষু হাসপাতালটি চালু করা হয়েছে।আমাদের মূল লক্ষ্য অন্ধত্ব থেকে মুক্তি লাভে চিকিৎসা সেবা মানুষের দৌঁড় গোড়ায় পৌঁছে দেয়া।এ লক্ষ্যে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চক্ষু রোগীরা মাত্র ২শত টাকা ভিজিট দিয়ে পরীক্ষা নিরীক্ষাসহ ডাক্তার দেখাতে পারবেন।এ ছাড়া প্রতি মাসে কমপক্ষে দু’জন গরীব অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।নড়াইলে আমরাই প্রথম ফ্যাকো সার্জারী চালু করেছি উল্লেখ করে তিনি আরো বলেন,ব্যান্ডেজ ও ইনজেকশন ছাড়া নাম মাত্র মূল্যে এ সার্জারী দৃষ্টিকোন চক্ষু হাসপাতালে করা যাবে। মাত্র ৬ হাজার টাকায় চোখের অপারেশন করে ভালো মানের লেন্স লাগিয়ে দেয়া হবে বলেও তিনি জানান।