নড়াইলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অনশণ

0
29

স্টাফ রিপোর্টার

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এ শ্লোগানকে সামনে নিয়ে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে নড়াইলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অনশণ ও গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ , নড়াইল জেলা শাখার আয়োজনে এ গণ অনশণ ও গণ অবস্থান কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, নড়াইল জেলা শাখার আহবায়ক মলয় কান্তি নন্দী এর সভাপতিত্বে এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, বাংলাদেশের ওয়াকার্স পার্টি, নড়াইলের সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম সহ প্রমুখ।

পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস তাদের এ দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলার আশ্বাস প্রদান করেন এবং ফলের জুস খাইয়ে অনশনকারীদের অনশন ভঙ্গ করান।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, নড়াইল জেলা শাখার মৃত্যঞ্জয় কুমার দাশ সুজিত কুমার সাহা সোনা,স্টফেন পরিমল বিশ্বাস, মধুশুদন শীল, নিখিল সরকার,সসীম কুমার সরকার, অ্যাডঃ গৌরাঙ্গ ভট্টাচার্য,মনি কুমার বিশ্বাস, পংকজ কুমার সরকার,অনিমেষ দাস, অলোক কুমারঘোষ, সুভাষ বিশ্বাস,শঙ্কর কুমার কর্মকারসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। কর্মসূচি চলা লকালীন শিশু শিল্পী ঈপ্সিতা বকসী দেশাত্ববোধক গান পরিবেশন করা করে।