নড়াইলের বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল উদ্দীনের মৃত্যু

0
22
নড়াইলের বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল উদ্দীনের মৃত্যু
নড়াইলের বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল উদ্দীনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

নড়াইলের বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল উদ্দীন (৭৫) মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁকে মঙ্গলবার (৩ অক্টোবর) নিজ বাড়ি কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াকগ্রামে পারিবারিক গোরস্থানে তাঁর রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা, মৃত মুক্তিযোদ্ধার কন্যা সাতক্ষীরা জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট সুমী আহম্মেদ, নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আকরাম হোসেন, মৃতের ছোট ভাই নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, জেলার ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডঃ এস.এ মতিন, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, পুরুলিয়া ইউনিয়ন চেয়রম্যান অধমিরুল ইসলাম মনি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম হারুনর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ। সোমবার বিকেলে তিনি মারা যান। তিনি হার্ট, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।