স্টাফ রিপোর্টার
নড়াইলে একটি কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার শ্মশানঘাট কালী মন্দিরে এ চুরির ঘটনাটি ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) গভীর রাতে কে বা কারা এই ন্যাক্কারজনক কাজটি করেছে তা এখনও জানা সম্ভব হয়নি। চোরেরা মন্দিরে রক্ষিত কাসার তৈজসপত্রসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। শনিবার (১৫ জুলাই) সকালে পূজা দিতে গিয়ে লোকজন চুরির ব্যাপারটি টের পেয়ে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বলেন, মন্দিরে চুরি সত্যিই একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকেই অচিরেই সনাক্তপূর্বক গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে নড়াইল পুলিশ সর্বোচ্চ অভিযান পরিচালনা করবে। এদিকে মন্দিরে চুরি হওয়ায় নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। তবে পুলিশ সুপারের প্রতিশ্রুতিতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে।