স্টাফ রিপোর্টার
“স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮। সমাপনী অনুষ্ঠানে জেলায় মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য চার মৎস্য চাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নড়াইল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে শনিবার (২৮ জুলাই) জেলা মৎস্য অফিসের সভাকক্ষে জেলা মৎস্য কর্মকর্তা এস.এম এনামুল হকের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, জেলা মৎস্য অফিসের সহকারি-পরিচালক হোসনে আরা হ্যাপী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক। এসময় মৎস্য চাষীরা মাছ চাষের প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। আলোচনা সভা শেষে নড়াইল জেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় চারজন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।