নড়াইলে “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ” উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

7
10

স্টাফ রিপোর্টার

“মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ( ১-৭ আগষ্ট)” উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ, পিকেএসসহ বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের আয়োজনে নড়াইল সদর হাসপাতাল থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন অফিস কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ-জামান মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্তাবধায়ক মোঃ জসিম উদ্দিন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আ,ফ,ম মশিউর রহমান বাবু, জেলা পিকেএস কর্মকর্তা চন্দন মুখার্জীসহ অনেকে। উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।