স্টাফ রিপোর্টার
“স্বনির্ভর চলায় সাদাছড়ি নিরাপত্তার প্রতীক”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয় চত্বর থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম। এ সময় নারীনেত্রী রাবেয়া ইউসুফ, বেগম আঞ্জুমান আরা, জেলা পরিষদের মহিলা সদস্য নারীনেত্রী রৗশন আরা কবির লিলি,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইদ হোসেন, এনজিও প্রতিনিধি, দৃষ্টি প্রতিবন্ধীরাসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদাছড়ি প্রদান করা হয়।