প্রধানমন্ত্রীর ‘হীরার টুকরো’ মাশরাফীকে মন্ত্রীসভার সদস্য করার দাবীতে মানববন্ধন

0
209

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপাধি দেওয়া ‘হীরার টুকরো মাশরাফীকে মন্ত্রীসভায় অন্তভুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জানুয়ারী) সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এক মানববন্ধনে এ দাবী করা হয়। এ সময় বক্তারা বলেন, দেশের খেলাধুলা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য নড়াইল-২ আসনের এমপি মাশরাফীর যোগ্যতা রয়েছে। সে মন্ত্রী হলে শুধু নড়াইল নয় গোটা দেশ উপকৃত হবে। দেশকে এগিয়ে নিতে তার মতো ভালো এবং সৎ মানুষের প্রয়োজন বলে তিনি মনে করেন। এ সময় বক্তব্য রাখেন, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, নারী নেত্রী আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আসলাম খান লুলু, সহ-সভাপতি মাহবুবু-ই রসুল অরুণ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, শামীমূল ইসলাম টুলু প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকার মাঝি ছিলেন মাশরাফী। বিপুল ভোটের ব্যবধানে তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সৎ এবং নির্লোভ এই মানুষ বিজয়লাভের পর সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, জেলার যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন,স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, খেলাধুলার উন্নয়নে কাজ করবেন। ২০১৭ সালের ৪ঠা সেপ্টেম্বর নড়াইলে তার নেতৃত্বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি সম্পূর্ণ সেচছাসেবী ও জনকল্যানমূলক সংগঠন গড়ে ওঠার পর সেবামূলক বেশ কিছু ভালো ভালো কাজ শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় ক্রিকেট দলপতি মাশরাফী নড়াইল-২ আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেন এবং তার রাজনীতিতে আগমন ঘটে। গত ২০ ডিসেম্বর লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভিডিও কনফারেন্সে এক নির্বাচনী জনসভায় মামননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফীকে ‘হীরার টুকরো’ হিসেবে আখ্যায়িত করেন।