সিলেটের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে ৫ম মাশরাফীর রংপুর

1
9

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ২৭ রানে হারিয়েছে সিলেট সিক্সার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল, ২০১৯ এর ১৮তম ম্যাচে টসে জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শুরুটা বেশ ভাল করেন দুই ওপেনার লিটন দাস ও সাব্বির রহমান। ৮ দশমিক ৩ ওভারে দলীয় ৭৩ রানে প্রথম উইকেট হারায় সিলেট। এরপর লিটন ওয়ার্নার জুটিতে দলে আরো ৫৬ রান যোগ হয়। ৪৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৪৩ বলে ৭০ রান করে আউট হন লিটন। এরপর ১৬ বলে ২৬ রান করেন নিকোলাস পুরান। ৬টি চার এবং ২ ছক্কায় ৩৬ বলে ৬১ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। ৩১ রানে লাভ করেন ৩ উইকেট রংপুরের শফিউল ইসলাম।

১৮৮ রানের বড় টার্গেটে ১১ রানে গেইলসহ ৩ উইকেট হারায় রংপুর। এরপর ভালোই সামলে নেন দক্ষিণ আফ্রিকার রিলি রুশো ও উইকেটরক্ষক মোহাম্মদ মিথুন। এক পর্যায়ে ১১ দশমিক ৩ ওভারে শতরান স্পর্শ করে রংপুর। সিলেটের পেসার তাসকিন আহমেদ জুটিকে যখন ফেরত পাঠান তখন রংপুরের প্রয়োজন ৩৬ বলে ৭১ রান। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩২ বলে দলের সর্বোচ্চ ৫৮ রান করেন রুশো এবং ৫টি চারে ২৯ বলে ৩৫ রান করেন মিথুন। কিন্তু এরপর মাশরাফী ৪টি চারে ২৭ বলে অপরাজিত ৩৩ রান করলেও দল শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সিলেটের পক্ষে মেহেদি হাসান রানা ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট লাভ করেন। টানা তিন ম্যাচ হারের পর পয়েন্ট টেবিলে ৫ম স্থানে রয়েছে রংপুর।

সংক্ষিপ্ত স্কোর :
সিলেট সিক্সার্স : ১৮৭/৫, ২০ ওভার (লিটন ৭০, ওয়ার্নার ৬১, শফিউল ইসলাম ৩/৩১)।
রংপুর রাইডার্স : ১৬০/৬, ২০ ওভার (রৌসু ৫৮, মিথুন ৩৫,তাসকিন ২/৩৪)।
ফল : সিলেট সিক্সার্স ২৭ রানে জয়ী।
ম্যাচ সেরা : লিটন দাস (সিলেট)।