২০২০ সালে টি-২০ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, মূল পর্বে খেলবে না বাংলাদেশ

401
7

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার (২৯ জানুয়ারি) ২০২০ সালে টি-২০ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসরে টুর্নামেন্টে (পুরুষ আসর) এবার বাংলাদেশ সরাসরি খেলতে পারবে না। মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে বাছাই পর্ব উন্নীত হতে হবে। পুরুষদের র‌্যাংকিং-এ শীর্ষ আট দলে না থাকাতেই বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে। বাছাই পর্বে নিজেদের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ১৯, ২১ ও ২৩ অক্টোবর বাংলাদেশ। শ্রীলংকাও বাছাই পর্ব খেলবে।

শীর্ষ আট দল টি-২০ বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলবে। বাছাই পর্ব খেলবে বাকী আট দল। বাছাই পর্বের দুই গ্রুপের শীর্ষ চার দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।

মূল পর্বের গ্রুপ ১-এঃ অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড। গ্রুপ ২-এঃ ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালের সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে প্রথমবারের মতো একই বছর আলাদাভাবে নারী ও পুরুষ আসর অনুষ্ঠিত হবে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত (বিশ্ব নারী দিবস)। এতে অংশ নেবে ১০টি দল। এরপর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ছেলেদের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে ১৬টি দল। এই প্রথম দুটি আলাদা টুর্নামেন্ট একই বছর একই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।