স্টাফ রিপোর্টার
নড়াইলে কৃষকদের বিপুল উৎসাহ ও স্বতঃফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পার্চিং (ডাল পোতা) উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলার আউড়িয়া এবং তুলারামপুর ব্লকে এ উৎসব অনুষ্ঠিত হয়।
জৈবিক উপায়ে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনের পাশাপাশি এ পদ্ধতি পরিবেশের ভারসাম্য রক্ষার যুগোপযোগী। এসব ডালে পাখীরা বসে এবং পোকার আক্রমন থেকে ফসলকে করে। পার্চিং উৎসবে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। পরে পার্চিং (ডাল পোতা) এর গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে উপস্থিত কৃষকদেরকে অবহিত করেন কৃষিবিদগণ।