মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গাছবাড়িয়া আর্ট স্কুলে ব্যাপক কর্মসূচি

186
6

চন্দনাইশ প্রতিনিধি

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’ দেহ-মন শিহরিত ও দেশপ্রেমে উদ্দীপ্ত হওয়া কালজয়ী এ গানটি যে দিবসকে ঘিরে, সেই অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। বাঙালির মায়ের ভাষা ‘বাংলা’কে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে ১৯৫২ সালের এ দিনে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করেছিলো সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ বাংলার আরো বহু দামাল ছেলে। এই আত্মত্যাগের মধ্য দিয়ে যে আলোকিত সড়ক তাঁরা নির্মাণ করে গেছেন, সে পথ ধরেই একাত্তরে এসেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। আর বাংলা রাষ্ট্রীয় ভাষা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। ভাষার জন্যে কোনো জাতি প্রাণ দিয়েছে এই দৃষ্টান্ত শুধু বাঙালিরই। প্রতি বছর এই দিবসটি প্রাণের উচ্ছ্বাসে উদ্যাপন করে থাকে বাঙালি। শুধু বাঙালিই নয়, বিশ্বের দুই শতাধিক দেশ বাঙালির এই দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে ১৯৯৯ সাল থেকে।

প্রতি বছরের ন্যায় এবারো এ দিবসটি ঘিরে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সংগীতালয়’র উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০১৯ উদযাপন উপলক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি’১৯ খ্রি. শুক্রবার সারাদিন ব্যাপি আর্ট স্কুল প্রাঙ্গণে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সংগীতালয় কর্তৃপক্ষ। এতে আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের সবান্ধব উপস্থিতি একান্ত কামনা করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাংবাদিক মো.নুরুল আলম।