স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার মাঠের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিন করে। ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগণের আয়োজনে বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহাজন বাজার প্রদক্ষিন করে মহাজন-ইসলামপুর সড়ক অবরোধ করে।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত সাহা, জেলা পরিষদের সদস্য হাদিউজ্জামান, মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন কুমার ঘোষ, আরব আলী, জাহিদ হোসেন ফকির, শিক্ষার্থী অর্ঘ ঘোষ, জান্নাতুল ফেরদৌস ইতি প্রমূখ। এসময় বিদ্যালয়ের ৮শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত সাহা জানান, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন,খেলাধুলার জন্য বিদ্যালয়ে একটি মাঠের প্রয়োজন। বিদ্যালয়ের সংলগ্ন একটি ব্যাক্তি মালিকানাধীন জমি আছে,জমির মালিককে ন্যায্য মূল্য দিয়ে কিনতে চাইলে, তিনি এ জমি বিদ্যালয়ের কাছে বিক্রি করতে রাজী না হওয়ায় বিদ্যালয়ের জন্য খেলার মাঠ তৈরীতে বিঘ্নিত হচ্ছে। আমরা আশাকরি জমির মালিক মনোজ বাবু অতি লাভের আশা না করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে, বিদ্যালয়ের কাছে বিক্রী করবেন।