নিউজ ডেস্ক
আগামী ২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ শনিবার (৬ এপ্রিল) দেশের আকাশে কোথাও সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। ফলে ২১ এপ্রিল শবে বরাত পালনের দিন ধার্য্য করা হয়েছে।
আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ জানান, দেশের আকাশে শনিবার ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (০৮ এপ্রিল) থেকে শাবান মাস গণনা শুরু হবে। আগামী ২১ এপ্রিল পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে তিনি জানান। সভায় উপস্থিত ছিলেন ধর্মসচিব, জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।