নড়াইলে এমদাদ-হোনজো স্কুলের মেধাবী ছাত্রীদের মাঝে উপ-বৃত্তি প্রদান

2
35

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে প্রতিষ্ঠিত এমদাদ-হনজো আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫০জন মেধাবী ছাত্রীদের মাঝে উপ-বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ উপবৃত্তি প্রদান করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ড. সৈয়দ এমদাদুল হকের সভাপতিত্বে সভায় শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শামসুল হক, সহকারী শিক্ষক আবুল বাশার শেখ, বিভাষ চন্দ্র বসু, মোঃ সাজ্জাদ হোসেন, কামরুন্নাহার, আঞ্জুমান আরা খাতুন, জাফরিন সুলতানা, সৈয়দা তানিয়া আক্তার প্রমুখ।

সভায় এয়ার ভাইস মার্শাল (অবঃ) সদরুদ্দীন মোহাম্মদ হোসেন প্রতিষ্ঠিত ‘‘সৈয়দ আবেদা আক্তার লিলি শিক্ষা ট্রাষ্ট’’ এর অধীনে ৬ষ্ঠ হতে দশম শ্রেনী পর্যন্ত ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক বলেন, ‘নড়াইলের লোহাগড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জাপানী বন্ধু ইয়াসুকে হোনজো’র সহযোগিতায় ২০১৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় প্রায় ১০টি গ্রামের নারী শিক্ষায় ইতোমধ্যে বিদ্যালয়টি অগ্রণী ভুমিকা রাখছে। ২০১৮ সালে জেএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। ২০১৮ সালে বিদ্যালয় হতে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।