স্টাফ রিপোর্টার
নড়াইলে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর ১৯১ তম জন্ম বার্ষিকী ও বিশ্ব রেড ক্রস-রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রেড ক্রিসেন্ট জেলা কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনজুমান আরা এতে প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, নড়াইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা পরিষদ সদস্য সাইফুর রহমান হিলু, রওশন আরা কবির লিলি, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, নারী নেত্রী আনজুমান আরা, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফসহ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।