স্পোর্টস ডেস্ক
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানতে ৭ উইকেটে হারিয়ে বড় জয় দিয়ে দ্বাদশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শুরু করলো প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে পেসারদের নৈপুণ্যে পাকিস্তানিদের মাত্র ১০৫ রানে গুটিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্রিস গেইলের হাফ সেঞ্চরিতে মাত্র ১৩.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ক্যারিবিয়রা। ৩৪ বল মোকাবেলায় ছয় বাউন্ডারি ও তিন ওভার বাউন্ডারিতে ৫১ রানে আউট হন গেইল। এই ইনিংসের মাধ্যমে ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিকও বনে গেলেন তিনি। পাকিস্তানের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন পেসার মোহাম্মদ আমির। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ওশানে থমাস। বিশ্বকাপ ইতিহাসে এটাই পাকিস্তানের দ্বিতীয় সর্ব নিম্ন রানের স্কোর।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২১.৪ ওভারে ১০৫ (ইমাম ২, ফখর ২২, বাবর ২২, হারিস ৮, সরফরাজ ৮, হাফিজ ১৬, ওয়াসিম ১, শাদাব ০, হাসান ১, ওয়াহাব ১৮, আমির ৩*; কটরেল ৪-০-১৮-১, হোল্ডার ৫-০-৪২-৩, রাসেল ৩-১-৪-২, ব্র্যাথওয়েট ৪-০-১৪-০, টমাস ৫.৪-০-২৭-৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৪ ওভারে ১০৮/৩ (গেইল ৫০, হোপ ১১, ব্রাভো ০, পুরান ৩৪*, হেটমায়ার ৭*; আমির ৬-০-২৬-৩, হাসান ৪-০-৩৯-০, ওয়াহাব ৩.৪-১-৪০-০) ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।