স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে নিউ জিল্যান্ড। ওভালে বাংলাদেশ ২৪৪ রানে অল আউট হয়। সহজ লক্ষ্যে পৌছাতে নিউ জিল্যান্ডের ঘাম ঝরাতে হয়েছে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন অলরাউন্ডার সাকিব। ব্লাকক্যাপসদের বিপক্ষে জয় পেতে বাংলাদেশের জরুরি ছিল দ্রুত উইকেট। এসময় বল হাতে প্রথম ডেলিভারিতেই ২৫ রান করা গাপটিলকে এবং পরে বিপজ্জনক মানরোকে ২৪ রানে সাজঘরে ফেরান সাকিব। মুশফিকুর রহিমের দুটি সুযোগ হাতছাড়া হলে আক্ষেপের মধ্য দিয়ে যেতে হয়। একটি রান আউটের, আরেকটি স্টাম্পিংয়ের, যদিও মুশফিক পরে দারুণ দুটি ক্যাচ নিয়ে ভূমিকা রেখেছেন ম্যাচ জমিয়ে তুলতে। তবে উইলিয়ামসন ও টেইলরের জুটি ব্লাকক্যাপসদের জয় নিশ্চিত করেছে।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৪৯.২ ওভারে ২৪৪ (তামিম ২৪, সৌম্য ২৫, সাকিব ৬৪, মুশফিক ১৯, মিঠুন ২৬, মাহমুদউল্লাহ ২০, মোসাদ্দেক ১১, সাইফ ২৯, মিরাজ ৮, মাশরাফি ১, মুস্তাফিজ ০*; হেনরি ৯.২-০-৪৭-৪, বোল্ট ১০-০-৪৪-২, ফার্গুসন ১০-০-৪০-১, ডি গ্র্যান্ডহোম ৮-০-৩৯-১, নিশাম ২-০-২৪-০, স্যান্টনার ১০-১-৪১-১)
নিউ জিল্যান্ড: ৪৭.১ ওভারে ২৪৮/৮ (গাপটিল ২৫, মানরো ২৪, উইলিয়ামসন ৪০, টেইলর ৮২, ল্যাথাম ০, নিশাম ২৫, ডি গ্র্যান্ডহোম ১৫, স্যান্টনার ১৭*, হেনরি ৬, ফার্গুসন ৪*; মাশরাফি ৫-০-৩২-০, মিরাজ ১০-০-৪৭-২, মুস্তাফিজ ৭.১-০-৪৮-০, সাকিব ১০-০-৪৭-২, সাইফ ৭-০-৪১-২, মোসাদ্দেক ৮-০-৩৩-২)। ফল: নিউ জিল্যান্ড ২ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: রস টেইলর।