স্পোর্টস ডেস্ক
অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি ও অজি পেসার জেসন বেহরেনডর্ফ ও মিশেল স্টার্কের বিধ্বংসী বোলিংএ দ্বাদশ বিশ্বকাপের ৩২তম ম্যাচে ইংল্যান্ডকে ৬৪ রানে হারালো অস্ট্রেলিয়া। এই জয় দিয়ে ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে আবারো টেবিলের শীর্ষে অবস্থান অস্ট্রেলিয়া। একই সাথে এবারের টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো ফিঞ্চের দল। অপরদিকে, এই হারে ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানেই থাকলো ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮৫/৭ (ফিঞ্চ ১০০, ওয়ার্নার ৫৩, খাওয়াজা ২৩, স্মিথ ৩৮, ম্যাক্সওয়েল ১২, স্টয়নিস ৮, কেয়ারি ৩৮*, কামিন্স ১, স্টার্ক ৪*; ওকস ১০-০-৪৬-২, আর্চার ৯-০-৫৬-১, উড ৯-০-৫৯-১, স্টোকস ৬-০-২৯-১, মইন ৬-০-৪২-১, রশিদ ১০-০-৪৯-০)
ইংল্যান্ড: ৪৪.৪ ওভারে ২২১ (ভিন্স ০, বেয়ারস্টো ২৭, রুট ৮, মর্গ্যান ৪, স্টোকস ৮৯, বাটলার ২৫, ওকস ২৬, মইন ৬, রশিদ ২৫, আর্চার ১, উড ১*; বেহরেনডর্ফ ১০-০-৪৪-৫, স্টার্ক ৮.৪-১-৪৩-৪, কামিন্স ৮-১-৪১-০, লায়ন ৯-০-৪৩-০, স্টয়নিস ৭-০-২৯-১, ম্যাক্সওয়েল ২-০১৫-০)। ফল: অস্ট্রেলিয়া ৬৪ রানে জয়ী। ম্যান অব দা ম্যাচ: অ্যারন ফিঞ্চ।