সিসি ক্যামেরার আওতায় নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়

286
77

স্টাফ রিপোর্টার

সিসি ক্যামেরা আওতায় এলো নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়টি। শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় সিসি ক্যামেরার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।

সিসি ক্যামেরার উদ্বোধন শেষে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতা সৃষ্টি, মশক নিধন, পরিষ্কার পরিচ্ছনতা অভিযান ও গুজব প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস, শেখহাটি ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরীন্দ্রনাথ মন্ডল।

বক্তারা বলেন, বিদ্যালয়টি সিসি ক্যামেরার আওতায় আসায় প্রধান শিক্ষক কক্ষে বসেই শিক্ষার্থীদের গতিবিধি, শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া বহিরাগতদের বিচরণ, চুরিসহ বিদ্যালয় প্রাঙ্গনে অপরাধ প্রবণতা কমে আসবে।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, বর্তমান সময়ে দেশব্যাপী ডেঙ্গু নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আশা করি নড়াইল জেলায় কোন প্রাণহানীর ঘটনা ঘটবে না। আমাদের নিজ নিজ বাড়িঘর ও পাশ্ববর্তী এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া সম্প্রতি পদ্মা সেতুতে মাথা লাগবে এমন গুজব ছড়ানোর কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়ে। এসব গুজবে কেউ কান দিবেন না এবং অপরিচিত কাউকে ছেলে ধরা সন্দেহে মারধর করবেন না। কাউকে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে অবহিত করবেন।

এর আগে অতিথিবৃন্দ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল রাখার জন্য সাইকেল গ্যারেজ নির্মাণের স্থান পরিদর্শন করেন। এদিকে গ্যারেজ নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান। নড়াইল জেলা শহর হতে ১৫ কিলোমিটার দূরে শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়টিতে পার্শ্ববতী বেশ কয়েকটি গ্রামের ছাত্রছাত্রীরা সাইকেল চালিয়ে যাতায়াত করে। ইতোমধ্যে বিদ্যালয়ের ছাত্রীরা সাইকেল বালিকা নামে পরিচিতি লাভ করেছে।