নড়াইলে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

2
22

স্টাফ রিপোর্টার

নড়াইলে নানা আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে। শুক্রবার দিনটি পালন উপলক্ষে বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ,নড়াইল জেলা শাখার আয়োজনে গীতা পাঠ, ভজন সঙ্গিত, আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রীকৃষ্ণ পূজাঁ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

নড়াইল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশন চত্বরে দুপুরে আলোচনা সভা শেষে ঐ স্থান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল টাউন কালী বাড়ী গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পূঁজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ, নড়াইল জেলার সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান শেখ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ উত্তম ঘোষ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা সাধারন সম্পাদক কোমল আখি বিশ্বাস, হিন্দু -বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি মলয় কুমার নন্দী, নারীনেত্রী আঞ্জুমান আরা,কৃষ্ণ ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।