আফিফের বিধ্বং’সী ব্যাটে সিরিজের ১ম ম্যাচে বাংলাদেশের জয়

3
15

স্পোর্টস ডেস্ক

আফিফ হোসেনের বিধ্বং’সী ব্যাটিং এ জয় দিয়ে ত্রিদেশীয় টি-২০ শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার টুর্নামেন্টে ও নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ করে। রায়ার্ন বার্ল ৩২ বলে অপরাজিত ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। আফিফের ২৬ বলে ৫২ রানের সুবাদে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে : ১৮ ওভারে ১৪৪/৫ (টেইলর ৬, মাসাকাদজা ৩৪, আরভিন ১১, উইলিয়ামস ২, মারুমা ১, বার্ল ৫৭*, মাতমবোদজি ২৭*; সাকিব ৪-০-৪৯-০, তাইজুল ৩-০-২৬-১, সাইফ ৪-০-২৬-১, মুস্তাফিজ ৪-০-৩১-১, মোসাদ্দেক ৩-০-১০-১)।

বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১৪৮/৭ (লিটন ১৯, সৌম্য ৭, সাকিব ১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ১৪, সাব্বির ১৫, মোসাদ্দেক ৩০*, আফিফ ৫২, সাইফ ৬*; উইলিয়ামস ৩-০-৩১-০, জার্ভিস ৪-০-৩১-২, চাতারা ৪-০-৩২-২, বার্ল ৩-০-২৭-১, মাদজিভা ৩.৪-০-২৫-২)। ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: আফিফ হোসেন