নড়াইলের লোহাগড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

29
9

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলায় কৃষক প্রণোদনা প্যাকেজের অংশ হিসাবে বিনামূল্যে ৩৯০ জন কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার লোহাগড়া উপজেলা পরিষদ চত্ত্বরে লোহাগড়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথি লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ফয়জুল আমির লিটু এ কার্যক্রমের উদ্বোধন করেন।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসের সভাপতিত্বে, উপজেলা ভাইস চেয়ারম্যান সালেয়া বেগম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা প্রবীর সরকার, সরকারি কর্মকর্তা, কৃষকগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

৩৯০ জন ( ৩০০ জন আউশ ও ৯০ জন নেরিকা আউশ চাষী) কৃষকের মাঝে মোট ২৪০০ কেজি বীজ, ৭৮০০ কেজি ইউরিয়া সার, ৩৯০০ কেজি ডি,এ,পি সার এবং ৩৯০০ কেজি এম,ও,পি সার বিতরণ করা হবে। জন প্রতি আউশ বীজ ৫ কেজি, নেরিকা আউশ বীজ ১০ কেজি, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপিসার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।