ডেস্ক রিপোর্ট
সাবেক স্পীকার ও সুচি’র ঘনিষ্ঠ মিত্র উইন মিন্ট (৬৬) মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বুধবার দেশটির পার্লামেন্টের স্পীকার মান উইন খাইন থান তাকে নির্বাচিত ঘোষণা করেন।
গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট হাইটিন কিয়াও’র পদত্যাগের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজন দেখা দেয়। ২০১৫ সালে বিপুল বিজয়ের পরও সাংবিধানিক নিষেধাজ্ঞার কারণে সুচি প্রেসিডেন্ট হতে পারছেন না। দেশটির সংবিধান অনুযায়ী বিদেশী নাগরিককে বিয়ে করা কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না।
সুচিকে স্টেট কাউন্সিলর হিসাবে প্রেসিডেন্টের চাইতে বেশী ক্ষমতা দেয়া হয়। কিন্তু তার কোন সাংবিধানিক স্বীকৃতি নেই। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট সামরিক বাহিনীর সর্মথিত প্রেসিডেন্ট প্রার্থী (বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট) মাইন্ট সিকে পরাজিত করেন।
টিন কিয়াও মিয়ানমারের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে এলেও কার্যত সু চি সরকার পরিচালনা করছিলেন। টিনের পদত্যাগের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনে মিয়ানমার পার্লামেন্টের হাতে সাত দিন সময় ছিল। বুধবার তিন ভাইস প্রেসিডেন্টের সংক্ষিপ্ত তালিকার উপর ভোট হয় এবং উইন মিন্ট নির্বাচিত হন। গত সপ্তাহের শুরুর দিকে ৬৬ বছরের উইন মিন্টকে ভাইস প্রেসিডেন্ট করা হয়। তখনই বোঝা গিয়েছিল তিনি দেশটির ভবিষ্যৎ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
Pic: nytimes