ডেস্ক রিপোর্ট
তুরস্কের উত্তরাঞ্চলে ইগদির প্রদেশে একটি বাস অবৈধ অভিবাসীদের নিয়ে যাত্রাকালে এক আলোকবর্তীকার সঙ্গে ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায়। এতে ১৭ জন অবৈধ অভিবাসী নিহত ও অপর ৩৬ জন আহত হন। শুক্রবার দেশটির গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।
রাষ্ট্রীয় আনদলু সংবাদ সংস্থার খবরে বলা হয়, বৃহস্পতিবার বাসটি ইগদির-কারস মহাসড়কের ওপর দিয়ে ইরান, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত অবৈধ অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়।