নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

17
16

স্টাফ রিপোর্টার

নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ এপ্রিল) সকাল ১০টায় নড়াইল সদর ভূমি অফিস চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়।

নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় র‌্যলিতে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিম উদ্দিন রুবেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেবা গ্রহীতা সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

ভূমি সেবা সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে জেলার সকল ভূমি অফিসে ভূমি রেকর্ড হালকরণ, নামজারি সহ বিভিন্ন বিষয়ে সেবা গ্রহীতাদের সহযোগিতা, ভূমি ব্যবস্থাপনার ওপর সেমিনার, মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।