পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লজ্জার হার

80
11

ডেস্ক রিপোর্ট

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। নিজেদের টি-২০ ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ে নতুন রেকর্ড গড়লো স্বাগতিক পাকিস্তান। টি-২০ ক্রিকেট ইতিহাসে রানের ব্যবধানে জয়ের ক্ষেত্রে যা দ্বিতীয়। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেলো স্বাগতিকরা।

এরআগে, করাচিতে ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ দিয়ে দীর্ঘ ৯ বছর পর আবারো আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হলো। এমন প্রত্যাবর্তন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। দুই ওপেনার ফখর জামান ৩৯ ও বাবর আজম ১৭ রানের দু’টি ইনিংস খেলেন। এরপর অভিষেক ম্যাচ খেলতে নামা হুসাইন তালাত ৩৭ বলে ৪১, অধিনায়ক সরফরাজ আহমেদ ২২ বলে ৩৮ রান করে দলকে বড় সংগ্রহে ভিত গড়ে দেন।

শেষদিকে শোয়েব মালিকের ঝড় ইনিংসে ২০০ রান পার করে। মালিক ১৪ বলে ৩৭ এবং ফাহিম আশরাফ ৯ বলে অপরাজিত ১৬ রান করেন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। নিজেদের টি-২০ ক্রিকেটে এটি যৌথভাবে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০০৮ সালে এই ভেন্যুতেই বাংলাদেশের একই স্কোর গড়েছিলো পাকিস্তান।

২০৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩ দশমিক ৪ ওভার মোকাবেলা করে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। টি-২০ ক্রিকেটে যৌথভাবে চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। পাকিস্তানের বিপক্ষে কোন দলের এটিই সবচেয়ে কম রান। বল হাতে পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ-মোহাম্মদ আমির-মালিক। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের তালাত।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০৩/৫, ২০ ওভার (তালাত ৪১, জামান ৩৯; পল ১/২৬)।
ওয়েস্ট ইন্ডি: ৬০/১০, ১৩.৪ ওভার (স্যামুয়েলস ১৮, এমরিত ১১; আমির ২/৩, মালিক ১৩/২)।
ফল: পাকিস্তান ১৪৩ রানে জয়ী।
ম্যাচ সেরা: হুসাইন তালাত।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

Pic: PCB