সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত

1408
39

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। রোববার বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মারিয়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে শামছুল (৫০) ও ইকুরিয়া গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে শাহজাহান আলী (৫০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে একটি মোটরসাইকেলে দুই জন বনপাড়ার দিকে যাচ্ছিলেন। “গোজা ব্রিজ এলাকায় পৌঁছলে একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই দুই আরোহীর মৃত্যু হয়।” মরদেহ থানায় রাখা হয়েছে বলে তিনি জানান।