ইন্দোনেশিয়ায় বিষাক্ত মদ পানে অন্তত ৫০ ব্যক্তির মৃত্যু

19
12

ডেস্ক রিপোর্ট

ইন্দোনেশিয়ায় বিষাক্ত মদ পান করে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো বহুল লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ। ওই মদ তৈরিতে মশার ওষুধসহ দুষিত বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র ত্রুনোইউদো উইসনু আন্দিকো বলেছেন, “এটি বিভিন্ন উপদানের মিশ্রণ ছিল যা খাওয়ার উপযুক্ত ছিল না। এর উপাদানগুলো নির্দিষ্ট করার জন্য আমরা এখনও পরীক্ষা চালিয়ে যাচ্ছি।” এ ঘটনার পর কর্তৃপক্ষ রাস্তার পাশের দোকানগুলোতে অভিযান চালিয়ে হাজার হাজার বোতল মদ ধ্বংস করেছে বলে জানিয়েছেন তিনি। এসব মদ তৈরির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাজধানী জাকার্তা ও পার্শ্ববর্তী একটি প্রদেশ থেকে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে।