গুগল ডুডলে পহেলা বৈশাখ, শুভ নববর্ষ ১৪২৫!

54
26

এমএসএ

অন্যমনস্কভাবে উলটা পালটা অথবা অনার্থক চিত্রাঙ্কনের আরেক নাম ডুডল। কিছু শব্দ থাকে যেগুলোর ব্যবহার কম হওয়ার কারণে মানুষের মুখে আসে না। কিছুদিন আগেও এমন একটি শব্দ ছিল ডুডল (Doodle)। এসময়ে গুগল কর্তৃক ডুডল ব্যবহারের ফলে শব্দটি মানুষের গোচরে এসেছে। প্রতিদিনই একই নিজস্ব লোগো পরিবেশনে বিরক্ত গুগল। এজন্য কিছু দিন যাবত বিশেষ দিন গুলোতে প্রাসঙ্গিক ডুডল শেয়ার করছে এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন।

আজ (পহেলা বৈশাখ/১৪ এপ্রিল) বাংলাদেশে উদযাপিত হচ্ছে বাঙলা নববর্ষ ১৪২৫’র প্রথম দিন। বাংলাদেশের মানুষদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববাসী। সকলের পাশাপাশি বৈশাখের আবেশ সকলের মধ্যে ছড়িয়ে দিতে আজ যে ডুডলটি গুগল প্রকাশ করছে সেটি প্রেস করলে- চলে আসে পহেলা বৈশাখ। চিত্রটিতে মঙ্গল শোভাযাত্রা, গুগল লেখাটির ওপর একটি সুসজ্জিত হাতি লক্ষণীয়। বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে গুগলের এই বিশেষ ডুডলটির প্রতি রইল সম্প্রীতি ও ভালোবাসা।

Image: Google.com