কবিতা- ফায়েক বিশ্বাস
প্রকৃতির ঝড় থেমে গেলেও
থামে না এ দেহের ঝড়
হৃদয়ের হালখাতা খুলে
হিসেবের অংকে মেলেনি কিছুই
কতো ঝড়ে ভেঙেছে এ মন বারে
বারে কালবৈশাখী ঝড়ে এ যাবত্ কালে?
কার কত ক্ষতি হয়ে গেছে ভেবে –
কোন ঝড়টা কত বেগে বহে এতো আজও
মেলেনি গণিতের ক্যালকুলাসে –
পরে বান ডাকে দু-চোখের কোটোরে!
এ ঘর থেকে ও ঘর ভেঙেছে ঝড়ে নিমেশেই
তবুও মেলেনি স্বস্থি কালবোশেখীর প্রাণে!
তা সব ঐ বিধাতা জানে! কি লাভ হবে এই
বৈশাখে আবার যদি ভাংগে বুক ভরা
ভাদ্রের বানে?
বৈশাখী ঝড়ে পাতারা ওড়ে পড়ে
কেবল কষ্টরা ঝরে না, জমে হিম করা
রাতে! কি লাভ তাতে আবার হালখাতা
খুলে?
এসো হে বৈশাখ এসো
সব ধুয়ে মুছে দিয়ে অতীতের বিরহ
যাতনা, এসো নিয়ে নতুনের বারতা শুভ হোক রঙিন পাতায় মোড়া
বৈশাখী ঝড়ে তোমাদের হালখাতা!