পাকিস্তানে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলায় দুইজন নিহত

14
15

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি গির্জায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলায় ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। রোববার প্রার্থনার পর কুয়েটার গির্জায় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

অজ্ঞাত হামলাকারীরা মোটরসাইকেল যোগে এসে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। আহতদের কোয়েটার বোলান মেডিক্যাল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বাগতি এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার নিশ্চয়তা দিয়েছেন তিনি।

চলতি মাসের প্রথমদিকে কোয়েটায় এক খ্রিস্টান পরিবারের চার সদস্য রিক্সায় করে যাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছিল। ওই হামলাকারীরাও মোটরসাইকেলে করে এসে গুলিবর্ষণের পর পালিয়ে গিয়েছিল।

Pic: AP