স্টাফ রিপোর্টার
“নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় এ উপলক্ষে পাইলট উচ্চ বিদ্যালয় এবং জয়পুর স্কুলের কয়েকটি গ্রুপ থেকে শিক্ষার্থীদের নিয়ে র্যালীর আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর এবং জেলা প্রশাসন। র্যালী ও আলোচনা অনুষ্ঠানে সদ্য যোগদান কৃত উপজেলা র্নিবাহী অফিসার মুকুল কুমার মৈত্রর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার ভুমি এমএম আরাফাত হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফকির মফিজুল হক। এ ছাড়া বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই নিসচা’র জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, ও ৪ নং ওয়াল্ড কমিশনার মিলু শরীফ।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে গুরুত্বপুর্ন বক্তব্য তুলে ধরেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কায্যলয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এবং স্বাগত বক্তব্য রাখেন পাইলট ইচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা খাতুন, ৩ নং ওয়াল্ড কমিশনার আনিসুর রহমান, ৫নং ওয়াল্ড কমিশনার মো গিয়াসউদ্দিন ভুইয়া, জয়পুর ইউপির চেয়ারম্যান আক্তার হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী। পাইলটসহ কয়েকটি স্কুলের বিভিন্ন শ্রেনীর ছাত্র/ছাত্রী অনুষ্ঠানে অংশনেয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক মো মহসীন আলী এবং স্কুল স্কাউট এর প্রতিনিধি। এর আগে পাইলট স্কুল চত্ত্বর থেকে একটি মাদকবিরোধী র্যালী লোহাগড়া বাজার প্রদক্ষিণ করে, সেখানে মাদকবিরোধী বিভিন্ন শ্লোগান তুলে ধরা হয়।