ডেস্ক রিপোর্ট
ভারতের মহারাষ্ট্র রাজ্যে পুলিশের অভিযানে কমপক্ষে ৩৪ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, রোববার মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী ছত্তিশগড় রাজ্যের সীমান্তবর্তী গাদচিরোলি জেলার গভীর বনে একটি নদীর পাড়ে একদল মাওবাদী বিদ্রোহী পুলিশ কমান্ডোদের চোরাগোপ্তা আক্রমণের মুখে পড়ে, এখানে দুপক্ষের মধ্যে প্রায় চার ঘন্টা ধরে বন্দুক লড়াই চলে।
এখানে নারী ও পুরুষ মিলিয়ে ১৬ মাওবাদী বিদ্রোহী নিহত হন। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত সংখ্যক বিদ্রোহী নদী ধরে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। ওই ঘটনার পরদিন সোমবার সন্ধ্যায় পুলিশ একই জেলায় আরও ছয় মাওবাদী বিদ্রোহীকে হত্যা করে। রোববারের ঘটনার পরদিন থেকে ইন্দ্রাবতী নদীতে নিহত আরও বিদ্রোহীর লাশ ভেসে উঠতে শুরু করে। মঙ্গলবার সকালেও পুলিশ নদীতে ভেসে ওঠা লাশ উদ্ধার করছিল।
মহারাষ্ট্র পুলিশের মহাপরিচালক জানিয়েছেন, নিহতের মোট সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে, কিন্তু তা আরো বাড়তে পারে। গত মাসে ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে নয় পুলিশ নিহত হয়েছিল।