ইন্টারনেট সেবা গতিশীল করতে নড়াইলে ইনফো’র ব্রডব্যান্ড সংযোগ

13
71

স্টাফ রিপোর্টার

দেশের সকল প্রান্তে তথ্য প্রযুক্তি (ইন্টারনেট) সেবা আরো গতিশীল করার লক্ষে ইনফো সরকার প্রকল্পের (৩য় পর্যায়) নড়াইলে ব্রডব্যান্ড সংযোগ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে পৌরসভার মাছিমদিয়া এলাকায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম পিপিএম, সিস লজিস্টিক্যাল সিস্টেম লিামটেডের প্রকৌশলী মাসুদ রুমীসহ প্রমুখ। এ প্রকল্পের আওতায় দেশের ১০০০ পুলিশ অফিস ও ২৬০০ ইউনিয়ন পরিষদকে তথ্য প্রযুক্তি (ইন্টারনেট) সেবার আওতায় আনা হবে।

এর মধ্যে নড়াইল জেলার ৫ টি পুলিশ অফিস এবং ১২টি ইউনিয়ন রয়েছে। সরকার নাগরিক সেবা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে” ইউনিয়ন ডিজিটাল সেন্টার” স্থাপন করেছে। এর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে নাগরিকেরা হাতের নাগালে তথ্য প্রযুক্তির সেবা পেয়ে নানাভাবে উপকৃত হচ্ছে। নাগরিক যাতে আরো সহজে তথ্য প্রযুক্তি সেবা পেতে পারে সেই লক্ষে প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড লাইন স্থাপন করা হচ্ছে।