অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

54
15

ডেস্ক রিপোর্ট

তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে গ্লোবাল সামিট অন উইমেনে যোগ দিতে তিনি এই সফর করেন। সেখানে নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে থাইল্যান্ডের ব্যাংককের যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবিরতীর পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দিনি সিডনির উদ্দেশ্যে রওনা হন। ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন। ২৮ এপ্রিল পর্যন্ত এই সফরে তারা সিডনির হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকবেন।

সফরের প্রথম দিন সকালেই অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট দাং থি নাও থিনয়ের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়। শুক্রবার সন্ধ্যায় সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর হাতে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে।

সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। বিকালে সিডনিতে অস্ট্রেলিয়ার সরকার প্রধানের বাসভবনে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

শনিবার সন্ধ্যায় সিডনির সোফেটেল হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। সফর শেষে রোববার বিকালে তিনি দেশের উদ্দেশ্য রওনা হবেন।