হ্যান্ডকাপসহ পালিয়েছে আসামী!

503
35

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ পালিয়েছে মাদক মামলার দুই আসামী। শনিবার দুপুর তিনটার পর আসামীদের শাহজাদপুর আমলী আদালত থেকে সিএনজি আটোরিক্সা যোগে জেলা কারাগারে নেবার পথে পৌর এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে মোট চরাজন আসামীকে দুজন কনস্টেবল মিলে সিএনজি যোগে জেলা কারাগারে নেওয়ার পথে সিএনজি থেকে লাফিয়ে পালায় দুই আসামী । শাহজাদপুর থানা পুলিশ পলাতক দুই আসামীসহ চারজনকে গ্রেফতার করে আদালতে জমা দেবার পর তাদেরকে জেলা কারাগারে নেবার পথে কৌশলে দুই আসামী পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তাদেরকে খুঁজতে শুরু করে পুলিশ।

পলাতক আসামীরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে চান্নু শেখ (২৫) এবং কান্দাপাড়া গ্রামের শহীদ আলী প্রামানিকের ছেলে আতাউর রমহান ওরফে আতা শেখ (৩৪)। শাহজাদপুর আমলী আদালতের কোর্ট ইন্সপেক্টর জানান সন্ধ্যার পর পলাতক আসামী আতাউর রহমান ওরফে আতাকে পৌর এলাকা থেকে হ্যান্ডকাপসহ উদ্ধার করা হয়েছে। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব বলেন, মাদক ও চুরিসহ নিয়মিত মামলার চারজন আসামী শাহজাদপুর আমলী আদালতে জমা দেয়া হয়।