স্টাফ রিপোর্টার
নড়াইলে অজ্ঞান পার্টির মূল হোতা আবু সাইদকে বিভিন্ন মোবাইল কোম্পানীর ৪৪টি সিম, ৫৫ পিস ইয়াবা ও অজ্ঞান করার মলমসহ আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ মে) সকালে নড়াইল সদর থানার এএসআই আনিসুজ্জামানের নেতৃত্বে নড়াইল সদর উপজেলার মীরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির হোতা আবু সাঈদকে (৪০) আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। আবু সাঈদ মীরাপাড়া গ্রামের মোঃ জব্বার শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দপ্তরের ছয়টি নকল সিল, ৪৪ টি মোবাইল সিম, ৫৫ পিস ইয়াবাসহ অজ্ঞান করার জন্য বিভিন্ন প্রকার মলম সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) জানান, প্রায় ১০দিন আগে ফরিদপুর জেলার এক ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আবু সাঈদকে খুঁজে বের করার জন্য কাজ শুরু করে নড়াইল পুলিশ। এক পর্যায়ে বৃহস্পতিবার তার অবস্থান সনাক্ত করা হয়। প্রতারক আবু সাঈদের দীর্ঘদিন যাবত এ অজ্ঞান পার্টির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়। তার সাথে আরো কয়েকজন সদস্য আছে এমন তথ্য পাওয়া গেছে। এছাড়া সে বিভিন্ন দপ্তরের সিল দিয়ে মানুষের সঙ্গে প্রতারণামূলক কাজ করে আসছিল দীর্ঘদিন যাবত । নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এসআই নাজমুল হোসেন বাদি হয়ে আবু সাঈদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।