রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আয়নুল হক

3398
104

স্টাফ রিপোর্টার

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আইনুল হককে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় গ্রামের কোবাদ হাজীর বাগানবাড়ি সংলগ্ন স্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে মরহুমার লাশ পুকুরপাড় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে মরহুমের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসাইন খান, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এরপরে পুলিশ সদস্যদের একটা দল মরদেহের প্রতি গার্ড অব অনার প্রদান করে।

বুধবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী, শাহজাদপুরের বীরমুক্তিযোদ্ধা আয়নুল হক বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৬৫ বছর, মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।