কাশ্মীরে ভারতবিরোধী বিক্ষোভে অধ্যাপকসহ ৫ জন নিহত

12
18

ডেস্ক রিপোর্ট

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কাশ্মির বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপকসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। ভারতবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিনে একজন বেসামরিক নাগরিকের পাশাপাশি আহত হয়েছেন আরও কয়েকজন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিনের নিহত সাবেক শীর্ষ নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ এক শীর্ষ কমান্ডার রয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশের কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাফি ভাট মাত্র কয়েক বছর আগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) ও সেনাবাহিনী বাদিগাম গ্রামে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে ফেলে। বেষ্টনি দৃঢ় করা হলে আটকা পড়া জঙ্গিরা গুলি করা শুরু করে, এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায় বলে জানিয়েছে পুলিশের সূত্রগুলো। সোপিয়ানের এ বন্দুকযুদ্ধে এক সৈন্য ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো দক্ষিণ কাশ্মিরজুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।