ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক বাতিলের হুমকি উ. কোরিয়ার

10
21

ডেস্ক রিপোর্ট

ওয়াশিংটন একতরফাভাবে পরমাণু অস্ত্র পরিত্যাগ করার জন্য উত্তর কোরিয়ার ওপর চাপ দিলে দেশটির নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আসন্ন বৈঠকটি তারা বাতিল করে দেবে বলে হুমকি দিয়েছে।

ফার্স্ট ভাইস ফরেন মিনিস্টার কিম কে গুয়ান এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসন যদি আমাদের কোনঠাসা করে রাখে এবং একতরফাভাবে আমাদেরকে পরমাণু অস্ত্র পরিত্যাগ করতে বলে তবে এই বৈঠকের ব্যাপারে আমরা ইচ্ছুক নই। তখন আমাদের উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের ব্যাপারে নতুন করে ভেবে দেখতে হবে।’

উল্লেখ্য, আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বহুপ্রতীক্ষিত বৈঠকটি হওয়ার কথা রয়েছে।