স্টাফ রিপোর্টার
নড়াইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (১৫ মে) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফাইনাল খেলায় ব্রাদার্স ইউনিয়ন ট্রাইবেকারে ৪-২ গোলে জেলা ফুটবল এ্যাসোসিয়েশন, ঝিনাইদহকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী প্রমুখ।
খেলার শুরুর ৫ মিনিটের মাথায় ঝিনাইদহ ১ টি গোল করে। খেলার বেশির ভাগ সময় ফুটবল ব্রাদার্স ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল। দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটের মাথায় ব্রাদার্স ইউনিয়ন গোল করে খেলার সমতা আনে। নির্দিষ্ট সময়ে ১-১ গোলে খেলা শেষ হয়। পরে ট্রাইবেকারে খেলার ভাগ্য নির্ধারিত হয়।
গত ২৯ এপ্রিল থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে ভারতের কোলকাতা মোহামেডান স্পোটিং ক্লাবসহ ১২টি দল অংশগ্রহণ করে।