নড়াইলে একদিনে ৪ মাদক ব্যবসায়ী ও চোরসহ ৩৭জন আটক

8
70

স্টাফ রিপোর্টার

নড়াইলে চার মাদক বিক্রেতাসহ বিভিন্ন অভিযোগে ও মামলায় ৩৭ জনকে আটক করছেে পুলিশ। শনিবার রাত থেকে রোববার (২৭ মে) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি আছে। এদিকে আটককৃত মাদক বিক্রেতাদের কাছ থকেে ১৫ পিস ইয়াবা ও ১৫ পুরি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলনে, মাদকদ্রব্য, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক বিক্রেতাদের কোন ছাড় দেয়া হবে না। মাদকমুক্ত নড়াইল গড়তে সবাইকে এগয়িে আসতে হবে। এদিকে গোপন সংবাদরে ভত্তিতিে একটি মোটর সাইকেলসহ মোটর সাইকেল চোর মোঃ বাসার মোল্যাকে (২৭) আটক করেছে পুলিশ। রবিবার ২৭ মে সকালে লোহাগড়া থানাধীন কালনাঘাট এলাকার চর কালনা সাকিনস্থ বটতলা তিন রাস্তার মোড় থেকে একটি চুরির রেজিস্ট্রেশন বিহীন মেট ব্লু এপাচি আরটিআর মটর সাইকেলসহ তাকে আটক করে পুলিশ। মোঃ বাসার মোল্যা ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চরধোপা পাড়ার মোঃ জাফর মোল্যার ছেলে।