নড়াইলে হত্যা মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করেই আদালতে অভিযোগপত্র দায়ের!

6
34

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম হত্যা মামলার তদন্তকারী কমকর্তা সাক্ষীদের কাছ থেকে কোনো সাক্ষ্য গ্রহণ না করে আদালতে অভিযোগপত্র দায়ের করায় আজ বুধবার দুপুর ১২টায় স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কমসূচি পালন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নিহতের স্ত্রী সোহাগী বেগম, মামলার জখমি সাক্ষী এনায়েত শেখ, এলাচী বেগম, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শের আলী শেখ, গোলাম শেখ প্রমুখ।

বক্তারা বলেন, মামলার তদন্তকারী কমকর্তা নড়াগাতি থানার এস,আই মো. নজরুল ইসলাম মামলার সাক্ষীদের কাছে না এসে এবং তাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ না করে মোটা অংকের উৎকোচ নিয়ে তরিকুল হত্যা মামলার আসামিদের পক্ষে আদালতে অভিযোগপত্র দায়ের করেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং আদালতে দায়েরকৃত অভিযোগপত্র প্রত্যাহারের দাবি করছি। সেই সঙ্গে এই পুলিশ কমকর্তার শাস্তির দাবি করছি।

জানতে চাইলে তদন্ত কমকর্তা মো. নজরুল ইসলাম দাবি করেন, তরিকুল হত্যা মামলার জখমি সাক্ষীসহ অন্যান্য সাক্ষীদের জবানবন্দী নিয়েই আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়েছে।